ভারত সফর বাতিল করলেন বরিস জনসন
নতুন করোনাভাইরাসের বিস্তার পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে চলতি মাসের শেষের দিকে ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর।
বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, ‘প্রধানমন্ত্রী আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছেন। এ সময় বরিস পরিকল্পনা অনুসারে এই মাসের শেষের দিকে ভারত যেতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেছেন।’
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানান, গতরাতে আবারো লকডাউন ঘোষণা করা হয়েছে। দ্রুত হারে নতুন প্রজাতির করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর নজর রাখতে ব্রিটেনে থাকতে চান বরিস জনসন, যা ব্রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ওই মুখপাত্র আরো জানান, প্রধানমন্ত্রী বরিস বলেছেন, তিনি আশা করছেন ২০২১ সালের প্রথমার্ধে ভারত সফর করতে সক্ষম হবেন। এর পরে যুক্তরাজ্যের জি-৭ শীর্ষ সম্মেলনে ভরতের প্রধানমন্ত্রী মোদি অতিথি হিসেবে অংশ নেবেন।
আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন বরিস জনসন।