ভারি তুষারপাতে ব্রিটেনের জনজীবন বিপর্যস্ত
ভারি তুষারপাত ও বরফে ঢেকে গেছে ইংল্যান্ডের বেশ কিছু এলাকা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে সেসব এলাকার জনজীবন। ভারি তুষারপাতের ফলে বিপর্যস্ত এলাকায় করোনার টিকাদান কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ভারি তুষারপাতের কারণে ইংল্যান্ডের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। তুষারপাতের ফলে রাস্তায় চলাচলে ব্যাঘাত ঘটার পাশাপাশি আটকে পড়ার সম্ভাবনা রয়েছে।
হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া অফিস বলেছে, প্রতিকূল পরিস্থিতিতে ভ্রমণ করলে রাস্তায় আটকে পড়তে পারে যানবাহন। এ ছাড়া বিদ্যুৎ বন্ধ হওয়ারও সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি সময়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বেশির ভাগ জায়গায় ভারি তুষার পড়তে শুরু করেছে।
রোববার লন্ডন শহরে ভারি তুষারপাত না হলেও ভোর থেকে তুষার পড়তে শুরু করে। বর্তমানে লন্ডনের রাস্তাঘাট ফাঁকা।
আবহাওয়াবিদ সারা কেন্ট বলেছেন, বাতাস শীতল হবে তবে, এবারের তুষারপাত ২০১৮ সালের মতো এত ব্যাপক হবে না এবং ঠাণ্ডা হবে না।