ভূমিমাইন শনাক্ত করে ইঁদুর পেল স্বর্ণপদক
ভূমিমাইন শনাক্ত করতে পারায় আফ্রিকার একটি ইঁদুরকে অভিজাত এক স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে। মোট ৩৯টি মাইনের অবস্থান শুঁকতে দেওয়া হলে ‘মাগাওয়া’ নামে ইঁদুরটি ২৮টিকে চিহ্নিত করতে সক্ষম হয়।
‘কম্বোডিয়ায় ভয়াবহ ভূমিমাইন শনাক্ত ও অপসারণে জীবন রক্ষাকারী দায়িত্ব পালনের জন্য’ যুক্তরাজ্যের পশু-প্রাণীদের নিয়ে কাজ করা সংগঠন পিপলস ডিসপেনসারি ফর সিক অ্যানিমেলস (পিডিএসএ) এক কেজি ২০০ গ্রাম ওজনের ইঁদুরটিকে স্বর্ণপদক প্রদান করে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় ৬০ লাখের মতো ভূমিমাইন পোঁতা রয়েছে।
৩০টি প্রাণীর মধ্যে প্রথম হয়ে ‘পিডিএসএ স্বর্ণপদক’ পেয়েছে সাত বছর বয়সী ইঁদুর মাগাওয়া। বেলজিয়ামভিত্তিক প্রাণী দাতব্য সংস্থা অ্যাপোপো আফ্রিকার দেশ তানজানিয়ায় ইঁদুরটিকে প্রশিক্ষণ দেয়। এক বছর ধরে ইঁদুরদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে মাইনে ব্যবহৃত রাসায়নিকের সঙ্গে পরিচয় করানো হয় তাদের। প্রশিক্ষণ শেষে যেসব ইঁদুর ভূমিমাইন শনাক্ত করতে সমর্থ হয়, তাদের ‘হিরো র্যাট’ আখ্যা দেওয়া হয়।