ভোটারদের জন্য বাড়ি বাড়ি গাড়ি পাঠাবেন মিশেল ওবামা
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগাম ভোট নিশ্চিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। এজন্য বাস্কেট তারকা লিব্রন জেমস, খ্যাতনামা অন্যান্য কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ও বিনোদনকর্মীদের নিয়ে একটি দল গড়ছেন মিশেল। ভোটারদের ভোটকেন্দ্রে আনতে বাড়ি বাড়ি গাড়ি পাঠাবে মিশেলের এই দল, খবর সিবিএস নিউজের।
এ ছাড়া আগেভাগে ভোট দিতে নাগরিকদের উদ্বুদ্ধ করতে খাবার ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দেওয়া হবে। ভোটারদের মন চাঙ্গা রাখতে করবে গানের ব্যবস্থাও। দেওয়া হবে প্রয়োজনীয় সহযোগিতা।
নির্বাচনের দিন ভিড় এড়াতে যুক্তরাষ্ট্রে আগামী সপ্তাহ (১৮ অক্টোবর) থেকেই শুরু হবে এসব কর্মকাণ্ড। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
এদিকে বসে নেই বারাক ওবামাও। নিজ দল ডেমোক্রেটিক পার্টিকে জেতাতে নানা পরামর্শ ও উপদেশ দিয়ে চলেছেন তিনি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় বাইডেনের পক্ষে ‘সুইং স্টেট’ তথা দোদুল্যমান রাজ্যগুলোতে ভোটারদের সুসংহত হওয়ার আহ্বান জানান তিনি।
এ বছর যুক্তরাষ্ট্রে আগাম ভোট দেওয়ার হার বৃদ্ধি পাচ্ছে। কারণ নির্বাচনের দিনের ভিড় এড়ানোর চেষ্টা করছেন মার্কিনিরা। করোনাভাইরাস মহামারি নিয়ে উদ্বেগের কারণে এমন মনোভাব বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পর্যন্ত এক কোটিরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছে বলে জানিয়েছে ইউএস ইলেকশন্স প্রজেক্ট।