ভয় তাড়াতে ‘করোনাবার্গার’! (ভিডিও)
ভিয়েতনামের একটি রেস্তোরাঁয় করোনাভাইরাসের আকৃতির বার্গার আনা হয়েছে। ওই রেস্তোরাঁর রন্ধনশিল্পী হোয়াং টুংয়ের বক্তব্য হচ্ছে, প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে ভয় দেখাতে নয়, সর্বসাধারণের মধ্যে একটু খুশি ছড়াতে এই উদ্যোগ। টুং ও তাঁর সহযোগীরা এখন এমন বার্গার তৈরিতেই ব্যস্ত।
হোয়াং টুং বলেন, ‘বর্তমানে প্রাণঘাতী করোনার আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এতে মানসিকভাবে দুর্বল হয় পড়ছেন বহু মানুষ। তাঁদের মানসিকভাবে উজ্জীবিত করতেই আমরা বলছি, যাঁরা ভয়ে কাঁপছেন, সেই শত্রুকে খেয়ে ফেলুন। এ কারণে এমন বার্গার তৈরি করি।’
দেখুন ভিডিওতে :
এখন নিশ্চয়ই ভাবছেন, কেমন দেখতে এই বার্গার? এ ধরনের বার্গার দেখতে খানিকটা গোল। মূলত করোনাভাইরাসের জীবাণুর রঙিন যে ছবি ভাইরাল হয়েছে, তেমনই দেখতে ওই বার্গার। বহু মানুষ এই বার্গার খাচ্ছেন। দিনে গড়ে শখানেক বার্গার বিক্রি হচ্ছে।
সম্প্রতি ভিয়েতনামেও থাবা বসিয়েছে এই ভাইরাস। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। তবে এই ভাইরাসে প্রাণহানি হয়নি কারো।