মস্কোর নিশ্চয়তাই কিয়েভে বাইডেন, দাবি পুতিনের সাবেক মুখপাত্রের
মাত্র চারদিন বাদেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর হবে। এক বছর উপলক্ষে হামলার মাত্রা বাড়াবে রাশিয়া, এমনটা শঙ্কার কথা জানিয়েছিল ইউক্রেন। তবে, এরই মধ্যে অনির্ধারিত কিয়েভ সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মস্কোর নিরাপত্তা নিশ্চয়তা পেয়েই বাইডেন এই অপ্রত্যাশিত সফরে গিয়েছেন, এমন দাবি করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক মুখপাত্র ও মস্কোর রাজনৈতিক বিশ্লেষক সার্গেই ম্যারকভ। খবর আল-জাজিরার।
সার্গেই ম্যারকভ বলেন, ‘নিরাপত্তা নিয়ে পুতিনের ব্যক্তিগত নিশ্চয়তার পরই কিয়েভ গেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এই সফরের সময় ইউক্রেনে কোনো হামলা করা হবে না।’
তবে, ম্যারকভের দাবির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল-জাজিরা। পুতিনের সাবেক মুখপাত্র বলেন, ‘বাইডেনের সফরের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এ সময়ে পুতিন জাতির উদ্দেশে একটি ভাষণ দেবেন। আর আগামী শুক্রবার যুদ্ধের প্রথম বার্ষিকী।’
যুক্তরাষ্ট্রের ঘরোয়া রাজনীতির পরিপ্রেক্ষিতে বাইডেন এই সফরে গিয়েছেন বলে দাবি ম্যারকভের। তিনি বলেন, ‘ডেমোক্র্যাট দলের অনেক ঊর্ধ্বতন নেতাদের ধারণা, বাইডেন শারীরিক ও মানসিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে সক্ষম নন। তবে, এই সফরকে ঘিরে ঘরোয়া রাজনীতিতে অনেক লাভবান হবেন বাইডেন।’