মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, চার রোগীর মৃত্যু
ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চার রোগী মারা গেছে এবং অনেকে আহত হয়েছে। আজ বুধবার সকালে মুম্বাই থেকে ২৮ কিলোমিটার দূরে থানে নামক এলাকার একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে। খবর এনডিটিভির।
খবর পেয়ে অগ্নিনির্বাপণ কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল থেকে ২০ রোগীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আইসিইউতে ছিলেন। অগ্নিকাণ্ডের ফলে হাসপাতালের প্রথম তলা পুড়ে ছাই হয়ে গেছে। তবে ওই হাসপাতালে করোনায় আক্রান্ত কোনো রোগী ছিলেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
থানের কর্তৃপক্ষ জানায়, অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় ওই চার রোগীর মৃত্যু হয়েছে।
সেখানকার স্থানীয় বিধায়ক ও মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র অওহাদ জানিয়েছেন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই রোগীদের। মুখ্যমন্ত্রী উদ্ধাব ঠাকরেকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। মৃতদের পরিবারকে পাঁচ লাখ এবং আহতদের এক লাখ টাকা করে দেওয়া হবে।
তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ জন্য পুলিশ ও মেডিকেল কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী।
উল্লেখ, গত শুক্রবার মহারাষ্ট্রের পালঘর জেলার এক কোভিড হাসপাতালে আগুন লাগে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছিল। তারও আগে ২১ এপ্রিল এ রাজ্যের নাসিকে অক্সিজেন ট্যাংক ছিদ্র হয়ে ২২ জন রোগীর মৃত্যু হয়।