‘মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিশোধের শুরুমাত্র’
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সারুল্লাহ ঘাঁটির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাওসারি বলেছেন, ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তা হচ্ছে জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধের শুরুমাত্র।
আজ বুধবার সকালে ইরানের ‘মেহরাবান’ নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল কাওসারি বলেন, ‘আমরা যেমন আগেও বলেছি, ইরান কখনো এমন কোনো কথা বলে না, যা বাস্তবায়ন করতে পারে না।’
জেনারেল কাওসারি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রকে তার সন্ত্রাসী সেনাদের মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার করে নিতে হবে এবং ওয়াশিংটনের জানা উচিত মার্কিন সেনাদের আমরা ছাড়ব না।’
আইআরজিসি কমান্ডার বলেন, মার্কিন কর্মকর্তাদের তাঁদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অপরাধী’ ও ‘শয়তানি’ কার্যকলাপের লাগাম টেনে ধরতে হবে। ট্রাম্প যেন মধ্যপ্রাচ্যকে তাঁর ‘জুয়াখেলার ময়দান’ মনে না করেন।
গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। সোলেইমানি হত্যার ঘটনায় ইরান চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়।