মার্কিন সেনাবাহিনী ও পেন্টাগনকে সন্ত্রাসীর তকমা ইরানের!
মার্কিন সেনাবাহিনী ও প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব পাস করেছে ইরানের পার্লামেন্ট। ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার জবাব হিসেবে আজ মঙ্গলবার এই প্রস্তাব পাসের পক্ষে ভোট দেন ইরানি আইনপ্রণেতারা। ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি এক টুইট বার্তায় এ খবর জানিয়েছে।
ইরানি পার্লামেন্টের স্পিকার আলি লারিজানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানকে আরো শক্তিশালী করতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে ২০০ মিলিয়ন ইউরো বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।
এর আগে, সোলেইমানি হত্যার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানার অঙ্গীকার ব্যক্ত করেছিল তেহরান।