মিসরে সড়ক দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু
মিসরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ অন্তত ২৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো বেশ কিছু লোক।
কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা আল-আহরাম জানিয়েছে, শনিবার রাতে সুয়েজ খাল বন্দরনগরীতে শ্রমিক বহনকারী একটি মিনিবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ২২ জন নিহত হন। তা ছাড়া রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে পর্যটকবাহী দুটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আরো ছয়জনের প্রাণহানি ঘটে।
শনিবার রাতে সুয়েজ খালে হওয়া দুর্ঘটনায় নিহত শ্রমিকরা গার্মেন্টসে কাজ শেষে বাসটিতে করে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যদিও সে ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে কায়রোর পূর্বাঞ্চলে পর্যটকদের বহনকারী দুটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে মালয়েশিয়ার দুই নারী, এক ভারতীয় পুরুষ ও তিন মিসরীয়র মৃত্যু হয়। তা ছাড়া দুর্ঘটনায় আরো কমপক্ষে ২৪ জন গুরুতর আহত হন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।