মে মাসে ইউক্রেনের কৃষি রপ্তানি ৮০ শতাংশ বেড়েছে
গত মে মাসে ইউক্রেনের কৃষি খাতের রপ্তানি ৮০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ মঙ্গলবার এ কথা বলা হয়।
ইউক্রেনের শস্য, তেলবীজ ও ভোজ্যতেল রপ্তানির মাসিক হিসাবে ৮০ শতাংশ বেড়ে এক হাজার ৭৪৩ লাখ টনে দাঁড়িয়েছে। যদিও গত বছরের মে মাসের তুলনায় এই পরিমাণ নগণ্য। ২০২১ সালের মে মাসে এই পরিমাণ ছিল দুই হাজার ২৪৫ লাখ টন।
এ বছরের মে মাসে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে ভুট্টার। মে মাসে ৯ লাখ ৫৯ টন ভুট্টা, আর দুই লাখ দুই হাজার ৬৫০ টন সূর্যমুখী তেল রপ্তানি করেছে ইউক্রেন। গতকাল সোমবার এসব তথ্য জানায় ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়।
রাশিয়া গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আগ্রাসন চালায়। এর আগের মাসে ইউক্রেনের শস্য রপ্তানির পরিমাণ ছিল ৬০ লাখ টন। বর্তমানে তা ১০ লাখ টনের কমবেশি রপ্তানি হচ্ছে।
কৃষিপণ্য উৎপাদনে অন্যতম শীর্ষস্থানীয় দেশ ইউক্রেন তার সিংহভাগ রপ্তানি সমুদ্রবন্দর দিয়ে করতো। রাশিয়ার আক্রমণের পর থেকে পশ্চিম সীমান্ত দিয়ে ট্রেনে এবং দানিউব নদীর ছোট্ট বন্দরটি দিয়েই রপ্তানি কার্যক্রম সারছে।