মোটরসাইকেল রেখে ফ্লাইওভার থেকে ঝাঁপ ব্যবসায়ীর
আজ রোববার সকালে ভারতের কলকাতার ‘মা উড়ালসেতু’ (ফ্লাইওভার) থেকে ঝাঁপ দিয়েছেন এক ব্যবসায়ী। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম প্রণব কুণ্ডু (৫৬)। তিনি কলকাতার লেকটাউনের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, ব্যবসায় মন্দার কারণে বেশ কয়েক দিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণেই প্রণব কুণ্ডু আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।
আনন্দবাজার জানিয়েছে, প্রণব কুণ্ডুর রিয়েল এস্টেটের ব্যবসায় অনেক দিন ধরে মন্দা চলছিল। তিনি বাড়িতে কারও সঙ্গে ঠিকমতো কথা বলছিলেন না বলে জানিয়েছে পরিবার।
জানা গেছে, আজ রোববার ভোরে নিজের মোটরসাইকেলে চড়ে প্রণব কুণ্ডু বাড়ি থেকে বের হন। তারপরে আজ সকাল সোয়া ৬টা নাগাদ মিলন মেলা গেটের সামনে মা উড়ালসেতুর গড়িয়া র্যাম্পের ওপর মোটরসাইকেল রেখে ফ্লাইওভারের ওপর থেকে তিনি ঝাঁপ দেন।
প্রণব ঝাঁপ দেওয়ার পরে সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও অন্য পথচারীরা ছুটে যান। তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
প্রগতি ময়দান থানার পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেবল আর্থিক মন্দার জেরে আত্মহত্যা, না কি এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।