ম্যাক্রোঁর কূটনীতিতে সমাধান প্রস্তাবের জবাবে যা বলল ইউক্রেন
ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট সংকট কূটনৈতিক উপায়ে সমাধানের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইউক্রেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার এক সাক্ষাৎকারে কূটনৈতিক পথে সমাধানের ক্ষেত্রে মধ্যস্থতার অভিপ্রায় ব্যক্ত করেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা আজ শনিবার তা শক্ত ভাষায় নাকচ করে দিয়েছেন। বিবিসির প্রতিবেদনে আজ শনিবার এমনটি বলা হয়েছে।
ফ্রান্সের এক আঞ্চলিক সংবাদমাধ্যমকে স্থানীয় সময় শুক্রবার দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, “রাশিয়াকে অপমান করা উচিত হবে না। কারণ, যেদিন যুদ্ধ বন্ধ হবে, সে দিন যেন আমরা কূটনৈতিক উপায়ে কোনো পথ খুঁজে পেতে পারি।’
ম্যাক্রোঁর এই কথা ভালভাবে নেয়নি ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইট করে বলেন, “এই ধরনের আহ্বান শুধু ‘ফ্রান্সকেই অপমান করেছে’। এ সম্পর্কে অন্যরাও একইভাবে ভাবছে।”
গতকাল প্রকাশিত সাক্ষাৎকারে এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘আমি মনে করি এবং তাঁকে (পুতিন) বলেছিও যে, তিনি তাঁর জনগণের, নিজের ও ইতিহাসের জন্যে মৌলিক ও ঐতিহাসিক ভুল করেছেন।’
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আমি মনে করি তিনি (পুতিন) নিজেকে একঘরে ও বিচ্ছিন্ন করে ফেলেছেন। নিজেকে বিচ্ছিন্ন করা এক জিনিস, কিন্তু এ থেকে বেরিয়ে আসা খুবই কঠিন।’
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদলিয়াককে ফরাসি প্রেসিডেন্টের আলোচনা প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে পোদলিয়াক বলেন, ‘ইউক্রেন আরও অস্ত্র না পাওয়া পর্যন্ত অর্থাৎ রুশ সেনাদের পিছু হটাতে পারার আগ পর্যন্ত আলোচনার উদ্যোগ কাজের কিছু হবে না।’
বিগত মস্কো-কিয়েভ সমঝোতা আলোচনায় মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করেছিলেন মিখাইলো পোদলিয়াক।