যুক্তরাজ্যের নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীলদের বড় জয়
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ বা টোরি পার্টিই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মোট ৬৫০টি আসনের মধ্যে এখন পর্যন্ত কনজারভেটিভরা পেয়েছে ৩৩৮ আসন এবং লেবার পার্টি পেয়েছে ২০০ আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য রক্ষণশীল টোরিদের প্রয়োজন ছিল ৩২৬টি আসনে জয়।
এদিকে নির্বাচন প্রসঙ্গে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, নির্বাচনে কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতায় তিনি খুশি। মে বলেন, ‘এই নির্বাচনে যুক্তরাজ্যের মানুষের একটি প্রশ্ন ছিল, তা হচ্ছে, তাঁরা ব্রেক্সিট চান কি না। তাঁরা এটাও বুঝতে পেরেছেন, কনজারভেটিভ পার্টি জয়লাভ করলে ব্রেক্সিট হবে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
থেরেসা মে আরো বলেন, ‘ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টে যে অচলাবস্থা তৈরি হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে সেটি কেটে যাবে। ব্রেক্সিট হবে এবং বিষয়টি এগিয়ে যাবে।’
অন্যদিকে লেবার পার্টির নেতা জেরেমি করবিন জানান, আগামী নির্বাচনে তিনি দলের নেতৃত্ব দেবেন না। তবে তিনি এখন পদত্যাগ করছেন না। তিনি আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আরো কিছু সময় দলের নেতৃত্বে থাকবেন।
নিজ আসনে জয় পাওয়া জেরেমি করবিন বলেন, লেবার পার্টির জন্য এটি হতাশার রাত। তিনি তাঁর ভোটার, পরিবার ও বন্ধুদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।