যুক্তরাজ্যের নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের হ্যাটট্রিক জয়
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে আবারও জয়লাভ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন এলাকা থেকে লেবার পার্টির টিকেটে টানা তিনবার এমপি হলেন টিউলিপ।
নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক ২৮ হাজার ৮০ ভোট পেয়েছেন। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জনি লাক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট।
এর আগে ২০১৫ সালে লেবার পার্টির মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো ব্রিটিশ এমপি নির্বাচিত হন টিউলিপ। ২০১৭ সালে পুনর্নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো তিনি ওই আসনের এমপি হন।