যুক্তরাজ্যে অভিবাসন ভিসার জন্য আইইএলটিএস থাকছে
বিশ্বের সবচেয়ে আস্থাভাজন ভাষা পরীক্ষা হিসেবে যুক্তরাজ্যের অভিবাসন ভিসার জন্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমের (আইইএলটিএস) গ্রহণযোগ্যতা অব্যাহত থাকছে। চলতি সপ্তাহে ভাষা পরীক্ষায় বিশ্বস্ততার জন্য আইইএলটিএসকে পুনর্নিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশন বিভাগ।
ক্যামব্রিজ অ্যাসেসম্যান্টের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন নাটাল এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশেনের জন্য আইইএলটিএসের পরীক্ষার বিশ্বস্ত্যতার প্রমাণ আমাদের কাছে আছে। বিশ্বজুড়ে পরীক্ষার্থীদের আইইএলটিএস পরীক্ষার দ্বারা মূল্যায়ন করছে যুক্তরাজ্যের সরকার। আমরা আনন্দিত যে, যুক্তরাজ্যে এসে নিজেদের লক্ষ্য পূরণ করতে মানুষকে নিয়মিত সাহায্য করছে আইইএলটিএস।’
পুনরায় নিয়োগের মাধ্যমে আইইএলটিএস ইমিগ্রেশনে নিজেদের ভাষা পরীক্ষার গুরুত্ব তুলে ধরেছে। শুধু যুক্তরাজ্যেই নয় অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডসহ মোট চারটি দেশের সরকারই অভিবাসনের জন্য আইইএলটিএসকে প্রাধান্য দিচ্ছে।
দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে ইংরেজি ভাষার পরীক্ষা হিসেবে প্রচলিত আইইএলটিএস। যা ব্রিটিশ কাউন্সিল, আইডিপি : আইইএলটিএস অস্ট্রেলিয়া এবং কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশের যৌথ মালিকানাধীন।
ইংরেজি ভাষার দক্ষতার জন্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পরীক্ষা। বিশ্বের ১০ হাজারের বেশি সংস্থা আইইএলটিএসের উপর নির্ভর করে শিক্ষা, অভিবাসন এবং পেশাদার স্বীকৃতির দিয়ে থাকে। এ ছাড়া কোনো ব্যক্তির ইংরেজিতে যোগাযোগের দক্ষতার জন্য নির্ভরযোগ্য সূচক হিসেবে কাজ করে আইইএলটিএস।