যুক্তরাজ্যে করোনা টিকার অনুমোদন চেয়ে আবেদন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার
যুক্তরাজ্যে করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক গতকাল বুধবার জানিয়েছেন, যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) কাছে এই আবেদন করেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা।
বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি এ কথা জানাতে পেরে আনন্দিত যে যুক্তরাজ্যে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদনের জন্য তারা এমএইচআর-এর কাছে সম্পূর্ণ তথ্য জমা দিয়েছে।’
ম্যাট হ্যানকক আরো বলেন, ‘(অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার) ভ্যাকসিনটির ব্যবহার শুরু করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই আবেদন হলো পরবর্তী পদক্ষেপ।’
ম্যাট হ্যানকক গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ ছাড়া তিনি আরো ঘোষণা করেন, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা দুই ব্যক্তির শরীরে নভেল করোনাভাইরাসের নতুন আরেকটি অধিক সংক্রামক ভ্যারিয়েন্ট বা ধরন শনাক্ত হওয়ার পর দেশটিতে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য।
এরই মধ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়। এরপর গত ৮ ডিসেম্বর থেকে দেশটিতে ফাইজারের টিকার প্রয়োগ শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রসহ আরো কয়েকটি দেশ ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদন দিয়ে এর প্রয়োগ শুরু করেছে। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে, এমন পাঁচ লাখ মানুষকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে।
যুক্তরাজ্য সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ১০ কোটি ডোজের ক্রয়াদেশ দিয়ে রেখেছে।