যুক্তরাষ্ট্রের ‘পা কেটে’ জবাব দিতে শুরু করেছে ইরান
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, “যুক্তরাষ্ট্র হয়তো জেনারেল কাসেম সোলেইমানির ‘হাত কেটে দিয়েছে’, কিন্তু (এটা প্রমাণিত যে) আমরা এ অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) যুক্তরাষ্ট্রের পা কেটে ফেলতে পারি।”
ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর আজ বুধবার সকালে এ মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রুহানি। ইরানের বার্তা সংস্থা ফারস এ কথা জানায়।
গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত পশ্চিম ইরাকের আল-আনবার প্রদেশের আল-আসাদ মার্কিন বিমানঘাঁটিতে এবং পরে মধ্য ইরাকের কুর্দি অধ্যুষিত এলাকা ইরবিলের মার্কিন বিমানঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, বাগদাদে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে দুটি মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
ইরাকি সামরিক বাহিনীর তথ্যমতে, মোট ২২টি ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালায়। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র অকার্যকর হয়, বাকিগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
মার্কিন যুক্তরাষ্ট্র এ হামলার সত্যতা স্বীকার করলেও হতাহতের কোনো তথ্য জানায়নি। তবে ইরানি রেভল্যুশনারি গার্ডস বাহিনী দাবি করে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে।
গত শুক্রবার ভোরে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। সোলেইমানি হত্যার ঘটনায় ইরান চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়।