যুক্তরাষ্ট্রে করোনা রোগী শনাক্ত বাড়ছে হু হু করে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/08/us.jpg)
কেবল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেই ১০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়ায় এখন দুই লাখ ৮৪ হাজারের মতো কোভিড-১৯ রোগী আছে। এই ক্রমবর্ধমান সংক্রমণের কারণে ক্যালিফোর্নিয়ায় আবারও লকডাউন জারি করা হয়েছে।
এ ছাড়া টেক্সাসেও ১০ হাজার ২৮ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ক্যালিফোর্নিয়ায় করোনায় প্রায় সাড়ে ছয় হাজার মানুষ মারা গেছে এবং টেক্সাসে মৃতের সংখ্যা তিন হাজারের একটু কম। টেক্সাসে যদিও মৃত্যুহার কম, কিন্তু সম্প্রতি সেখানে দিনে ৪৭ জনের মতো মারা যাচ্ছে।
এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে এবং মারা গেছে এক লাখ ৩১ হাজার মানুষ।
করোনায় মৃত্যুহার নিয়ে ট্রাম্পের দাবি সত্য না মিথ্যা?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুহার কমে এসেছে ১০ ভাগের এক ভাগে।
শনাক্তের হারে যুক্তরাষ্ট্রে এখনো ঊর্ধ্বগতি চলছে বটে, তবে মৃত্যুহার কমে এসেছে।
ওয়ার্ল্ডোমিটার বলছে, সপ্তাহের হিসাবে যুক্তরাষ্ট্রে পিক ছিল গত ২১ এপ্রিল শুরু হওয়া সপ্তাহে। গড়ে দুই হাজার ২৫৫ জন মারা যায় ওই সপ্তাহে। এখন সেটি গড়ে ৫৫৬ জন। প্রায় ৭৫ শতাংশ কমে এসেছে একদিনে মৃত্যু। তবে একদিনের হিসাবে সেটি প্রায় ১০ ভাগের এক ভাগ হয়। যেমন, গত ২১ এপ্রিল একদিনে মারা যায় দুই হাজার ৭৪৯ জন। গত ৪ ও ৫ জুলাই যুক্তরাষ্ট্রে মারা যায় ২৬৫ ও ২৬২ জন, যা প্রায় ৯০ শতাংশ কম।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আরো এক হাজার মানুষ করোনায় মারা গেছে বলে খবর পাওয়া গেছে।