যুক্তরাষ্ট্রে সেতু ভেঙে ১০ জন আহত, ঘটনাস্থলে বাইডেন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/29/us.jpg)
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গের ফোর্বস এভিনিউ সেতু ভেঙে পড়ে ১০ জন আহত হয়েছেন। আহতদের তিন জন হাসপাতালে ভর্তি রয়েছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টায় সেতুটি ভেঙে পড়ে। সে সময় সেতুটির ওপরে একটি বাসসহ ছয়টি যানবাহন ছিল।
পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরের রাস্তাঘাট ও জনপথ অবকাঠামো পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি কয়েক ঘণ্টা পর ওই সেতু পার হওয়ার কথা ছিল তাঁর।
সেতু ভেঙে পড়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান প্রেসিডেন্ট বাইডেন। পিটসবার্গ শহরের মেয়র এড গেইনির সঙ্গে সেখানে দাঁড়িয়ে কথা বলেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/01/29/us_insert.jpg 687w)
পেনসিলভানিয়া প্রেসিডেন্ট বাইডেনের জন্মস্থান। মেয়রকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘পিটসবার্গের চেয়ে বেশি সেতু দেশের কোনো শহরে আছে বলে আমার মনে হয় না। আমরা সবগুলোই মেরামত করব। এটা কোনো হাসিঠাট্টার বিষয় নয়।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/01/29/us_insertt.jpg 687w)
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সড়ক ও সেতু মেরামতের জন্য ১১ হাজার কোটি মার্কিন ডলারের বরাদ্দ দিয়ে আইন পাস করেন জো বাইডেন। এ বিষয়ে কথা বলতেই তিনি পিটসবার্গের মাইল দশেক দূরের ওয়েস্ট মাফিলিন শহরে একটি সভায় বক্তব্য দিতে যাচ্ছিলেন।
যুক্তরাষ্ট্রে ৪৫ হাজার সেতু রয়েছে। এর মধ্যে তিন হাজারের বেশি রয়েছে পেনসিলভানিয়ায়। এগুলোর বেশির ভাগই বেশ পুরনো এবং অবস্থা খুব ভালো নয়।