যুবককে অপহরণের পর জোর করে বিয়ের অভিযোগ
এক পশু চিকিৎসককে অপহরণের পর জোর করে এক তরুণীর সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। একটি অসুস্থ প্রাণীকে পরীক্ষা করার জন্য ডেকে নিয়ে ওই পশু চিকিৎসককে অপহরণ করা হয়।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের বেগুসরাই এলাকায়। এ ঘটনার পর ওই পশু চিকিৎসকের বাবা থানায় অভিযোগ দায়ের করেন।
বার্তা সংস্থা এএনআই-কে ভুক্তভোগীর এক আত্মীয় বলেন, ‘একটি অসুস্থ প্রাণীকে পরীক্ষা করার জন্য রাত ১২টার দিকে তাঁকে ডেকে নেওয়া হয়। তারপর তিন জন তাঁকে অপহরণ করে। সে ফিরে না আসায় বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়ে এবং পরে আমরা পুলিশের কাছে যাই।’
বেগুসরাই থানার পুলিশ সুপার (এসপি) যোগেন্দ্র কুমার বলেন, ‘ছেলেটির বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বর অপহরণ বা ‘পাকড়াও বিবাহ’ ভারতের বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের কিছু অংশে একটি সাধারণ ঘটনা। এসব জায়গায় অবিবাহিত ছেলেদের বন্দুকের মুখে আটকে রেখে বিয়ে করতে বাধ্য করা হয়। এসব এলাকায় আর্থিকভাবে স্বচ্ছল এবং সামাজিক নিরাপত্তা রয়েছে এমন অবিবাহিত যুবকদের কনের পরিবার অপহরণ করে মারধর ও পরে বিয়ে দিয়ে দেয় বলে দীর্ঘদিনের অভিযোগ।