যে কারণে কয়েক ডজন চীনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করল নেপাল : ডিএনএ’র প্রতিবেদন
চীনা ঠিকাদারদের অবহেলা এবং কাজের ক্ষেত্রে মারত্মক ধীরগতির কারণে দেশটির কয়েক ডজন কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে নেপাল। তালিকুভুক্ত কোম্পানিগুলো নেপালের বেসরকারি বিমান চলাচল, জ্বালানি ও অবকাঠামো খাতের বিভিন্ন প্রকল্পের দায়িত্বে ছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডিএনএ।
প্রতিবেদনে জানানো হয়েছে—চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের অংশ কাঠমান্ডু-কেরুং আন্তঃরাজ্য রেলপথ, গলছি-রাসুওয়াগাধি-কেরুং ট্রান্সমিশন লাইন এবং সায়াফ্রুবেনসি-রাসুওয়াগাধি সড়ক অংশের মতো প্রকল্পগুলো চীনা কোম্পানির ধীরগতি ও কাজে গাফেলতির কারণে আটকে আছে।
শুধু তাই নয়, সংবাদমাধ্যম খবরহাব জানিয়েছে—লামজুং-এর বহুন্দান্দায় এনগাদি নদীর ওপর ৩০ মেগাওয়াট নিয়াদি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল চীনা কোম্পানি চাচিয়াং হাইড্রোপাওয়ার কনস্ট্রাকশন অ্যান্ড ইন্সটলেশন কোম্পানিকে। ২০১৩ সালের এপ্রিলে কাজ শুরু হলেও এখনো সেটি সম্পন্ন করতে পারেনি কোম্পানিটি।
একইভাবে, হেতৌদা-ভরতপুর-বরদাঘাট ট্রান্সমিশন লাইন নির্মাণে চরম অবহেলার কারণে আরেক চাইনিজ কোম্পানি সেন্ট্রাল চায়না পাওয়ার গ্রিড ইন্টারন্যাশনাল ইকোনমিক ট্রেডকে কালো তালিকাভুক্ত করেছে নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ)।
এদিকে, বৈশ্বিক ভাবমূর্তির অবনতির পর নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হাউ ইয়ানকি গত ২১ এপ্রিল এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে বিলম্ব ও সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়ন না হওয়ার পেছনে নেপালের সরকার পরিবর্তনকে দায়ী করেন তিনি।