নেপাল হট-এয়ার বেলুন উৎসব
প্রথমবারের মত নেপাল হট-এয়ার বেলুন উৎসবের আয়োজন করেছে। নেপালের তুষারময় হিমালয়ের চূড়ার পটভূমিতে বিশ্বের ১০টি দেশ এই বেলুন উৎসবে অংশ নিয়েছে। ফলে পোখারার আকাশ এখন বৈচিত্র্যময় রঙয়ের ক্যানভাসে পরিণত হয়েছে। বিড়াল, পাখি, ব্যাঙ ও গোলাকৃতির বেলুনগুলো তুষার আবৃত পাহাড়ি এলাকায় এক মন্ত্রমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
এএফপি জানায়, নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৯ দিনের জন্য পোখারার আকাশে বেলুন ফ্লাইটের অনুমোদন দিয়ে নোটিশ জারি করেছে।
২৯ বছর বয়সী স্পেনের বেলুন পাইলট দিয়েগো ক্রিয়াডো দেল রে তার অভিজ্ঞতায় বলেছেন, হট এয়ার বেলুনে ভ্রমণ খুবই রোমাঞ্চকর। পাইলট বুঝতেই পারবেন না, তিনি কোথায় যাচ্ছেন। এটা দারুন! বেলুনে করে পাইলট সেখানেই যাবে, প্রকৃতি যেখানে নিয়ে যাবে।
৬৭ বছর বয়সী আমেরিকার বেলুন পাইলট ডিরেক হ্যামকক বলেন, এটা চমৎকার। ধীরে ধীরে ওপরে উঠার সঙ্গে সঙ্গে সমগ্র হিমালয় দেখবেন পাইলট। এটা অবিশ্বাস্য। যতবার পোখারার পর্বতমালা, পাহাড় ও হ্রদগুলো চোখ মেলে দেখা হয়, ততবারই প্রকৃতির রোমাঞ্চকর মেলবন্ধনে অবাক-বিস্ময় লাগে।
পর্যটন হচ্ছে নেপালের অর্থনীতির প্রধান খাত। করোনাভাইরাস মহামারি পরে চলতি বছর দেশটিতে আবারও লাখ লাখ পর্যটকের আগমন ঘটেছে। সেই সঙ্গে হোটেল ও বিমান বন্দরের মান উন্নয়নে দেশটিতে কাজ চলছে।
জানা গেছে, দুই শতাব্দী আগে ফ্রান্সের মন্টগোলফিয়ার ভাইয়েরাতে মনুষ্যবাহী বেলুন ফ্লাইট তৈরি করা হয়।