রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/09/04/myanmar.jpg)
মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন। রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকনোমিক ফোরামের (ইইএফ) সম্মেলনে যোগ দিতে দেশটি সফরে যাচ্ছেন তিনি। মিয়ানমারের সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার এ তথ্য জানায়।
চীন, ভারত, জাপানসহ বেশ কিছু দেশ ইইএফ সম্মেলনে অংশ নেবেন। দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জোরদারে রাশিয়া সফরে দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মিন অং হ্লাইং। বৈঠকে দুই দেশের অর্থনীতি ও সরকারের সম্পর্ক নিয়ে আলোচনা হবে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/09/04/myanmar-insert.jpg)
২০২১ সালের ১ ফেব্রুয়ারি এক সামরিক অভ্যুত্থানে অং সান সু চি নেতৃত্বাধীন মিয়ানমারের নির্বাচিত সরকারের পতন হয়। সেনাপ্রধান মিন অং হ্লাইং ক্ষমতায় বসেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মিয়ানমারের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এসব দেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্কেও অবনতি ঘটেছে। এমন এক পরিস্থিতিতে চাপের মুখে থাকা সেনাপ্রধান রাশিয়া সফরে যাচ্ছেন।