রিপাবলিকান সম্মেলনের দ্বিতীয় দিনের প্রধান বক্তা মেলানিয়া ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে ভাষণ দেবেন।
এ দিনের অন্যান্য উল্লেখযোগ্য বক্তারা হচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সিনেটর রান্ড পল, আইওয়া অঙ্গরাজ্যের গভর্নর কিম রেইনল্ড্স এবং ডোনাল্ড ট্রাম্পের দুই সন্তান এরিক ট্রাম্প ও টিফানি ট্রাম্প। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সম্মেলনের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার বক্তৃতা দেবেন ডোনাল্ড ট্রাম্প।
রিপাবলিকানদের সম্মেলন গত সোমবার রাতে শুরু হয় এবং মূল বক্তা হিসেবে ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাস মোকাবিলায় এবং অর্থনীতি রক্ষায় তাঁর ভূমিকার ওপর আলোকপাত করেন।
তবে পাবলিক অ্যাফেয়ার্স গবেষণার মতামত জরিপে দেখা গেছে, করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্পের সমর্থনের হার ৩১ শতাংশ।