রুশ বাহিনীর হাতে আটক যুক্তরাজ্য ও মরক্কোর তিন সেনার মৃত্যুদণ্ড
ইউক্রেনে রুশ বাহিনীর হাতে আটক যুক্তরাজ্যের দুজন এবং মরক্কোর একজন নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে বিবিসি আজ বৃহস্পতিবার এ তথ্য জানায়।
ব্রিটেনের নটিংহ্যামশায়ারের বাসিন্দা ২৮ বছরের এইডেন অ্যাসলিন, বেডফোর্ডশায়ারের ৪৮ বছর বয়সি শন পিনার এবং তৃতীয় ব্যক্তি মরক্কোর নাগরিক সাউদুন ব্রাহিমকে ইউক্রেনের রুশ অধিকৃত দোনেৎস্ক শহরে গণপ্রজাতন্ত্রের একটি আদালতে হাজির করা হয়।
দোনেৎস্কের আদালতটি পরিচালনা করেন রুশ সমর্থক বিদ্রোহীরা। এই আদালত আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। বিবিসি বলছে, এটি কার্যত রাশিয়ার অনুগত একটি আদালত।
তিন সৈন্যের বিরুদ্ধে ভাড়াটে হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়। এ ছাড়াও তাদের বিরুদ্ধে সহিংসতার মাধ্যমে ক্ষমতা দখলের, দোনেৎস্কের সাংবিধানিক শাসনব্যবস্থা উৎখাতের এবং সন্ত্রাসী কার্যকলাপ চালানোর ব্যাপারে প্রশিক্ষণ নেওয়ারও অভিযোগ আনা হয়।
সৈন্যদের আইনজীবীরা অবশ্য রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
তবে দুই ব্রিটিশ ব্যক্তির পরিবার বলেছে, তারা ইউক্রেনের সামরিক বাহিনীতে কাজ করতেন।
ব্রিটিশ দুই বন্দিকে গতকাল রুশপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকার আদালতে হাজির করা হয়। তাদের আটক রাখা হয়েছিল দোনেৎস্ক পিপলস রিপাবলিকে (ডিপিআর)।
দোনেৎস্ক অঞ্চলকে স্বঘোষিত দোনেৎস্ক পিপলস প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ২০১৪ সালে।