রুশ সেনাদের মরদেহ হিমায়িত ট্রেনে রাখছে ইউক্রেন
যুদ্ধ-সংঘাতের সবচেয়ে করুণ বাস্তবতার মধ্যে অন্যতম হচ্ছে, নিহতদের মরদেহ ব্যবস্থাপনা। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে নিহত রুশ সেনাদের মরদেহগুলো নিয়ে বেশ কঠিন পরিস্থিতিতে পড়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। রুশ সেনাদের মরদেহগুলো হিমায়িত ট্রেনে রেখে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্স এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
ইউক্রেন সরকারের সামরিক-বেসামরিক কোঅপারেশনের ইনচার্জ ভলোদিমির ল্যামজিন রয়টার্সকে বলেন, ‘এসব রেফ্রিজারেটর ট্রেনে রাশিয়ার কয়েকশ দখলদারের মরদেহ রাখা হয়েছে। এদের বেশিরভাগই কিয়েভ অঞ্চল থেকে আনা। চেরনিহিভসহ অন্যান্য এলাকারও কিছু আছে।’
ভলোদিমির ল্যামজিন আরও বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন মোতাবেক, সংঘাতের শেষে উভয় পক্ষকেই সেনাদের মরদেহ ফেরত দিতে হবে। ইউক্রেন তা কঠোরভাবে মান্য করছে।’
রুশ সেনাদের মরদেহ রাখার জন্য ইউক্রেনজুড়ে এমন হিমায়িত বেশকিছু ট্রেনের সন্ধান পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স।