লিবিয়া সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে তুরস্ক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/22/oooo.jpg)
লিবিয়ার প্রধানমন্ত্রী ফাইয়াজ আল-সারাজ আগামী মাসে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেওয়ার পরও দেশটির জাতীয় সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে তুরস্ক। সোমবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন এ কথা বলেন।
ইব্রাহিম বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত লিবিয়ার জাতীয় সরকারকে সমর্থন দেওয়া এবং গত বছর ত্রিপোলির সঙ্গে সই হওয়া নিরাপত্তা চুক্তিসহ সব দ্বিপক্ষীয় চুক্তি বহাল রাখবে আঙ্কারা।
ইব্রাহিম আরো বলেন, লিবিয়ার রাজনৈতিক ঘটনাপ্রবাহ এসব চুক্তির ওপর কোনো প্রভাব ফেলবে না কারণ এই সব সিদ্ধান্ত দুদেশের সরকারের মধ্যে হয়েছে, কোনো ব্যক্তির সঙ্গে নয়। লিবিয়ার ঘটনাবলী নিয়ে আলোচনা করার জন্য তুরস্কের সরকারি কর্মকর্তারা আগামী দিনগুলোতে ত্রিপোলি সফর করতে পারেন বলে তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র জানান।
গত বৃহস্পতিবার ফাইয়াজ আল-সারাজ জানান, তিনি আগামী মাসের শেষ দিকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছেন। দেশটির দীর্ঘদিনের ঝুলে থাকা রাজনৈতিক সংকট সমাধানের জন্য তিনি এ পরিকল্পনা নিয়েছেন বলে জানান।