লিভারপুলে ট্যাক্সি বিস্ফোরণের সন্দেহভাজন ইমাদ আল সোয়েলমিন
যুক্তরাজ্যের লিভারপুল শহরের একটি হাসপাতালের সামনে গাড়ি বিস্ফোরণ ঘটনার সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ। বিস্ফোরণটিকে সন্ত্রাসবাদী ঘটনা বলে ঘোষণা করা হয়েছে।
গত রোববার লিভারপুলের ওমেন্স হাসপাতালের সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও গাড়িটির চালক আহত হন, গাড়িটিও পুড়ে যায়।
পুলিশ জানিয়েছে, নিহত ইমাদ আল সোয়েলমিন (৩২) লিভারপুল শহর থেকেই ট্যাক্সটিতে উঠে ওই হাসপাতালে যেতে বলেছিলেন, যা প্রায় ১০ মিনিটের দূরত্বে ছিল। খবর রয়টার্স ও বিবিসির।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ১১টার একটু আগে ওমেন্স হাসপাতালে পৌঁছানোর পর গাড়িটির পেছনের সিটে ঘরে তৈরি বোমাটির বিস্ফোরণ ঘটে।
ঘটনার সন্দেভাজন হিসেবে নিহত সোয়েলমিনের নামই বলেছে পুলিশ। এরপর এ বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা চার ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে সোমবার রাতে জানিয়েছে তারা।
ট্যাক্সি চালক ডেভিড পেরি আহত হলেও গাড়িতে আগুন লাগার আগে তিনি বের হয়ে যেতে পেরেছিলেন। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি যাত্রী সোয়েলমিনকে গাড়িতে আটকে রেখে বের হয়ে যান।
নর্থওয়েস্টের সন্ত্রাসবাদবিরোধী পুলিশের সহকারী প্রধান কনস্টেবল রাস জ্যাকসন বলেছেন, সোয়েলমিন কেন ওই হাসপাতালটিতে যেতে চেয়েছিলেন এবং কীভাবে হঠাৎ করে তার কাছে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটল তা পরিষ্কার হয়নি।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের প্রকাশ করা এক বিবৃতিতে গোয়েন্দা পুলিশের প্রধান পরিদর্শক অ্যান্ড্রু মিকস জানিয়েছেন, সোয়েলমিনের সঙ্গে সম্পর্কিত দুটি জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ উল্লেখযোগ্য নথিপত্র উদ্ধার করেছে।
এর মধ্যে একটি ঠিকানা রুটল্যান্ড অ্যাভিনিউতে। এখান থেকেই সোয়েলমিন হাসপাতালের উদ্দেশে ট্যাক্সিটি নিয়েছিলেন বলে বিবিসি জানিয়েছে।
মিকস বলেন, ‘এখন আমরা তার নাম প্রকাশ করেছি। সোয়েলমিনকে নিয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে জানানোর অনুরোধ করছি। যত ছোটই হোক, তা আমাদের কাজে বড় সহযোগিতা হয়ে দেখা দিতে পারে।’
আশ্রয়প্রার্থী হিসেবে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাজ্য যাওয়ার পর সোয়েলমিন ২০১৭ সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা গেছে।