শিশুর টি-শার্টে সাপের ছবি, বিমানে ওঠাতে কর্তৃপক্ষের আপত্তি
মা-বাবার সঙ্গে দাদা-দাদিকে দেখতে জোহানেসবার্গ থেকে ওয়েস্টার্ন কেপ যাচ্ছিল ১০ বছরের শিশু স্টিভ লুকাস। টি-শার্টে সাপের ছবি থাকায় বাদ সাধল বিমানবন্দর কর্তৃপক্ষ। অন্য যাত্রীরা বিরক্ত বা ভীত হতে পারেন, এমন অজুহাতে উড়োজাহাজে উঠতেই দেওয়া হবে না।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, উড়োজাহাজে ওঠার আগে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ও. আর. তাম্বু বিমানবন্দর কর্তৃপক্ষ এমন আপত্তি তোলে। পশ্চিমা দেশগুলোতে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে।
পরে বাধ্য হয়ে টি-শার্ট খুলে উল্টো করে পরে বোর্ডিং পাস নিয়ে উড়োজাহাজে ওঠে স্টিভ লুকাস।