শুটিং সেটে ‘বন্দুকধারীদের হামলা’, ৮ মডেলকে ধর্ষণের অভিযোগ
মিউজিক ভিডিওর শুটিংয়ের প্রস্তুতি চলছিল। আচমকা সেটে ঢুকে পড়ে বন্দুকধারী একটি দল। তারপর হামলাকারীরা বন্দুকের মুখে সেটে থাকা আট মডেলকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে—ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলীয় ক্রুগারসডর্প নামের ছোট এক শহরে।
উল্লিখিত ওই ঘটনায় প্রায় ২০ সন্দেহভাজনের মধ্যে তিন জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের প্রস্তুতি চলছিল। শুটিং সংশ্লিষ্ট কলাকুশলীরা প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে রাখছিলেন। অভিযোগ উঠেছে—তখনই বন্দুকধারী দলটি সেখানে হাজির হয়। এরপর বন্দুক ঠেকিয়ে অন্তত আট জন মডেলকে দলবদ্ধ করে। নির্যাতনের শিকার মডেলদের বয়স ১৮ থেকে পঁয়ত্রিশের মধ্যে বলে জানা গেছে। এমনকী এক তরুণীকে ১০ জন মিলে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ছাড়া আরেকজনের ওপর যৌন নিপীড়ন চালিয়েছে আট জন।
পুলিশমন্ত্রী ভেকি সেলে জানান, বন্দুকধারীরা সেটে উপস্থিত পুরুষদের নগ্ন করে তাঁদের সর্বস্ব লুটে নেয়।
অভিযুক্তেরা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা নয় বলে পুলিশের দাবি। এবং পুলিশের প্রাথমিক ধারণা—দুষ্কৃতকারীরা অবৈধ খনি উত্তোলনের সঙ্গে জড়িত ও বিদেশি।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।