শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন সাজিথ
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা। আজ মঙ্গলবার তিনি এ কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শ্রীলঙ্কার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে’র প্রতি সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সাজিথ প্রেমাদাসা।
টুইটে সাজিথ প্রেমাদাসা বলেন, ‘প্রিয় দেশের বৃহত্তর স্বার্থের কথা ভেবে আমি প্রেসিডেন্ট পদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।’
সামাগি জন বালাওয়েগায়া পার্টিকে বিরোধী হিসেবে আখ্যায়িত করে দুল্লাস আলাহাপ্পেরুমাকে জেতানোর জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান।
এদিকে, রনিল বিক্রমাসিংহের প্রেসিডেন্ট প্রার্থিতার বিরোধিতায় দেশটির শিক্ষার্থী ও অন্যান্য গোষ্ঠী মিলে ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা করেছে। বিক্রমাসিংহেকে পালিয়ে পদত্যাগ করা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের লোক মনে করছে বিক্ষোভকারীরা।
তবে, বিক্রমাসিংহের চেয়ে বিক্ষোভকারীদের নিকট পছন্দের প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন সাবেক সাংবাদিক দুল্লাস আলাহাপ্পেরুমা। যদিও ক্ষমতাধর রাজাপাকসে পরিবারের যথেষ্ট নিকটজন ছিলেন সাবেক পার্লামেন্ট সদস্য ও সাংবাদিক আলাহাপ্পেরুমা।
প্রেসিডেন্ট নির্বাচনে অপর প্রার্থী হচ্ছেন বামপন্থি জনতা ভিমুক্তি প্রেমুনা দলের নেতা অনুরা কুমারা দিসানায়াকা।
শ্রীলঙ্কায় আগামীকাল বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের সব প্রস্তুতি নিচ্ছে সরকার। কাল নির্বাচিত নতুন প্রেসিডেন্ট ২০২৪ সাল পর্যন্ত গোটাবায়া রাজাপাকসের মেয়াদ পূর্ণ করবেন।