সন্ত্রাসী হামলায় হাইতির প্রেসিডেন্ট নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/07/_119296498_jovenelmoiseepa.jpg)
সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
খবরে বলা হয়, প্রেসিডেন্ট জোভেনেল মইসি তাঁর পোর্ট-অ-প্রিন্সের নিজস্ব বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে মধ্যরাতে হামলা চালায় এবং তাঁকে গুলি করে হত্যা করে। হামলায় প্রেসিডেন্টের স্ত্রীও আহত হয়েছেন।
৫৩ বছর বয়সী জোভেনেল মইস তাঁর পূর্বসূরি মিশেল মার্টেলি পদত্যাগের পর ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় ছিলেন। তাঁর আমলে দেশটি প্রায়ই সহিংস সরকারবিরোধী বিক্ষোভে জর্জরিত হয়েছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/07/07/capture1.jpg 576w)
বিবিসি জানায়, এবছরের শুরুতেও হাইতির রাজধানী ও অন্যান্য কয়েকটি শহরে মইসির পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই তীব্র বিক্ষোভের মুখে পড়েছিলেন।
হাইতির বিরোধীদলের দাবি, মইসির পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এবছর ৭ ফেব্রুয়ারিতেই। তবে মইসি দাবি করেছিলেন, ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দায়িত্ব গ্রহণ না করায় আরও একবছর তার মেয়াদ আছে।