সন্ধান মিলল শতাব্দী প্রাচীন কবুতরের পায়ে বাঁধা চিঠির
ফ্রান্সের পূর্বাঞ্চলের একটি মাঠে ঘুরতে গিয়ে ছোট একটি ক্যাপসুল খুঁজে পান এক যুগল। অ্যালুমিনিয়ামের ক্যাপসুলটি খুলে দেখে তাঁরা অবাক হয়ে যান। ভেতরে দেখতে পান মলিন হয়ে যাওয়া একটি পুরোনো চিঠি। জানা যায় প্রায় ১০০ বছর আগে কবুতরের পায়ে বেঁধে চিঠিটি পাঠিয়েছিলেন এক জার্মান সেনা সদস্য।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের সময় পদাতিক ডিভিশনের এক সেনা সদস্য সাংকেতিক ভাষায় ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্দেশে চিঠিটি পাঠান।
পূর্ব ফ্রান্সের ওরবে শহরের লিঙ্গে জাদুঘরের কিউরেটর ডোমিনিক জার্ডে জানান, চিঠিতে যে তারিখ লেখা রয়েছে তা ১৬ জুলাই, তবে বছরটি অস্পষ্ট হয়ে পড়েছে। সেটি ১৯১০ বা ১৯১৬ সাল হতে পারে বলে জানান তিনি। আর ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ।
ওই চিঠিতে লেখা রয়েছে, ‘প্লাটুন পথোফ প্যারেড গ্রাউন্ডের পশ্চিম সীমান্তে পৌঁছালে তাঁদের গুলি করা হয়েছে, তাঁরা পাল্টা জবাব দিলেও প্লাটুন পথোফ কিছুক্ষণের মধ্যে পশ্চাদপসারণ করে। ফেচওয়াল্ডে অর্ধেক প্লাটুন নিষ্ক্রিয় হয়ে যায়। প্লাটুন পথোফ মারাত্মক ক্ষয়ক্ষতি নিয়ে পশ্চাদপসারণ করেছে।
যে সময়ে চিঠিটি লেখা হয়েছে সেই সময়ে ইনজেরিসেইম জার্মানির অংশ ছিল। বর্তমানে এলাকাটি ফ্রান্সের অধীনে।