সবার জন্য বাধ্যতামূলক, মাস্ক নেই রানির মুখে!
মার্চে লকডাউন শুরুর প্রায় আট মাস পর বাইরে বের হলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। আর এত দিন পর মাস্ক ছাড়াই প্রকাশ্যে এসেছেন রানি।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, ৯৪ বছর বয়সী এই রাজকর্মকর্তা তাঁর নাতি প্রিন্স উইলিয়ামের সঙ্গে ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরি পরিদর্শনে যান। এ সময় তাঁর মুখে মাস্ক ছিল না। তবে রানিকে শারীরিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়।
ব্রিটিশ সরকার প্রায় সব জায়গায় মাস্ক বাধ্যতামূলক করলেও রানি তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে আলাপ করে মাস্ক ছাড়াই ভ্রমণের সিদ্ধান্ত নেন।
রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, চিকিৎসক এবং বিজ্ঞানীদের সঙ্গে আলোচনার পর রানি মাস্ক ছাড়া বাইরে বের হন।
মা রানি এলিজাবেথ দ্য কুইন মাদারের মৃত্যুর পর ১৯৫২ সালে যুক্তরাজ্যের সিংহাসনে বসেন দ্বিতীয় এলিজাবেথ। তিনি ব্রিটিশ সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় আসীন থাকা রানি।
৬৮ বছরের রাজকীয় ক্ষমতাকালে এই প্রথম তিনি আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে। টুকটাক যা কাজ করেছেন, সবটাই অনলাইনে।