‘সব নিয়ম’ মেনেও করোনা পজিটিভ ইউক্রেনের ফার্স্ট লেডির

নভেল করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে করণীয় সবকিছুই তিনি করেছিলেন। পালন করেছিলেন সব নিয়ম। তারপরও করোনার টেস্ট রিপোর্ট পজিটিভ আসাকে ‘অপ্রত্যাশিত’ বলছেন ইউক্রেনের ফার্স্ট লেডি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর গতকাল শুক্রবার সরকারিভাবে জানা যায়। তবে ভলোদিমির ও তাঁদের দুই সন্তানের টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এদিন এক ফেসবুক পোস্টে ওলেনা জেলেনস্কা নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন। ওলেনা লেখেন, ‘আজ আমি করোনাভাইরাস টেস্টে পজিটিভ হওয়ার খবর পেয়েছি। এটা অপ্রত্যাশিত খবর। বিশেষ করে যেখানে আমি ও আমার পরিবার সব নিয়ম মেনে চলেছি। মাস্ক ও গ্লাভস পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, সবকিছু মেনেছি।’
ফেসবুক পোস্টে ইউক্রেনের ফার্স্ট লেডি জানান, তিনি সুস্থ অনুভব করছেন। হাসপাতালে ভর্তি হননি। তবে বাড়িতে থাকলেও স্বামী ও সন্তানদের কাছ থেকে আলাদা রয়েছেন।
এদিকে ওলেনা কীভাবে করোনায় আক্রান্ত হলেন, সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি।
ইউক্রেনে গতকাল ১২ জুন পর্যন্ত ২৯ হাজার ৭৫৩ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ৮৭০ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রেসিডেন্টের স্ত্রীসহ ৬৮৩ জনের টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। একই সময়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। দেশটিতে এরই মধ্যে ১৩ হাজার ৫৬৭ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে। এ মুহূর্তে সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩১৬। এরই মধ্যে চার লাখ ৬৮ হাজার ১৭২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। প্রতি ১০ লাখে টেস্ট হয়েছে ১০ হাজার ৭০২ জনের।