সম্পত্তিতে ছেলে-মেয়ের সমান অধিকার : ভারতের সুপ্রিম কোর্ট
অবিভক্ত হিন্দু পরিবারের সম্পত্তিতে মেয়েদের পক্ষে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত জানান, এখন থেকে বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমানাধিকার থাকবে।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, আজ মঙ্গলবার বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।
রায়ে বলা হয়, ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকারী (সংশোধিত) আইন মোতাবেক অভিভাবকের সম্পত্তিতে মেয়েদের স্বীকৃত অধিকার থাকবে। অর্থাৎ সম্পত্তিতে ছেলেদের যা অধিকার, মেয়েরাও সেই অধিকার ভোগ করবেন।
রায়ে আরো বলা হয়, পিতা যদি সেই সংশোধনী প্রণয়নের আগে মারা যান, তাহলেও ছেলে ও মেয়েদের সমানাধিকার প্রযোজ্য হবে।