সরকার গঠনে জটিলতা, তৃতীয় দফা নির্বাচনের মুখে ইসরায়েল

মন্ত্রিসভা গঠন করতে ব্যর্থ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল বেনি গান্তজ। এর ফলে ইসরায়েল তৃতীয় দফা নির্বাচনের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে গতকাল বুধবার বেনি গান্তজ বলেন, ‘সরকার গঠনের জন্য এমন কোনো প্রচেষ্টা বাদ নেই, যা গত ২৮ দিনে করিনি।’
বেনি গান্তজের দল ‘ব্লু অ্যান্ড হোয়াইট’ও এক বিবৃতিতে মন্ত্রিসভা গঠনের ব্যাপারে ব্যর্থতার কথা স্বীকার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ইরানি গণমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।
সরকার গঠনে ব্যর্থতার জন্য ডানপন্থী একটি দলকে দায়ী করেন বেনি গান্তজ। ডানপন্থী ওই দলের একজন নেতা সরকার গঠনের পথে বাধা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করে বেনি গান্তজ বলেন, ‘(ডানপন্থী) ব্লক প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল। হাসপাতালের বারান্দায় পড়ে থাকা রোগীদের চেয়ে একজন (বিশেষ) ব্যক্তির স্বার্থকেই সবচেয়ে প্রাধান্য দিয়েছে তারা।’
এদিকে গত রোববার এক ভিডিও বার্তায় বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের দিকে অভিযোগের তীর ছুড়ে বলেন, ‘ইসরায়েলের শত্রুদের কাছ থেকে নির্দেশনা পায়, এমন সন্ত্রাসবাদীদের সহায়তা নিয়ে’ তারা সংখ্যালঘু সরকার গঠন করতে চাইছে। এই আইনপ্রণেতারা ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করছে বলে দাবি করেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘একটি বিষয় আপনাদের কাছে স্পষ্ট করতে চাই : আমাদের একটি ঐকমত্যের সরকার প্রয়োজন।’
এদিকে বেনি গান্তজের সরকার গঠনে অপারগতার এই ঘোষণায় মারাত্মক রাজনৈতিক সংকটের মুখে পড়ল ইসরায়েল। গত এপ্রিলে ইসরায়েলে প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর অক্টোবরে দ্বিতীয় দফা নির্বাচন হয়। কিন্তু ওই নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায়, একদিকে কোনো দল যেমন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি, আবার জোট সরকার গঠনের মতো পরিস্থিতিও সৃষ্টি করতে পারেনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলে নতুন সরকার গঠনের জন্য তৃতীয় দফা নির্বাচন অনেকটাই অনিবার্য হয়ে উঠেছে।
গত মাসে ইসরায়েলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন সরকার গঠনের জন্য বেনি গান্তজকে আহ্বান জানান। এর জন্য জেনারেল গান্তজকে ২৯ দিনের সময় দেওয়া হয়। এর আগে বেনিয়ামিন নেতানিয়াহুকে সরকার গঠনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনিও সরকার গঠনে ব্যর্থ হন।