সীমান্ত পেরিয়ে ‘ইউক্রেনে ঢুকেছে’ রুশ সেনা বহর

রুশ সেনাবাহিনীর একাধিক বহর ইউক্রেনের সীমান্ত পেরিয়ে ভেতরে প্রবেশ করেছে বলে দাবি করেছে ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী। ছবি : টুইটার থেকে
রুশ সেনাবাহিনীর একাধিক বহর ইউক্রেনের সীমান্ত পেরিয়ে ভেতরে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী-ডিপিএসইউ। খবর বিবিসির।
ডিপিএসইউ বলেছে—ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ ও সুমি এলাকা এবং পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও খারকিভ এলাকা দিয়ে দেশটিতে ঢুকেছে রুশ সেনা বহর।

ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে, কামানের গোলা চালানোর পর রুশ সেনাবাহিনী ইউক্রেন সীমান্তের ভেতরে আগ্রাসন শুরু করে। এতে ডিপিএসইউ’র একাধিক সদস্য আহত হন।
ডিপিএসইউ বলছে—তারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সঙ্গে নিয়ে ‘শত্রুর মোকাবিলা করতে সব পদক্ষেপ নিচ্ছে।’