সেভেরোদোনেৎস্ক ছেড়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী
বেশির ভাগ অংশ রাশিয়ার দখলে চলে যাওয়া সেভেরোদোনেৎস্ক শহর থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ অভিযানে’ এখন পর্যন্ত যত জায়গায় তুমুল লড়াই হয়েছে, তার মধ্যে সেভেরোদোনেৎস্ক অন্যতম। শহরটিতে এক মাস ধরে একটার পর একটা সড়কে লড়াই হয়েছে; ধীরগতিতে, কষ্ট স্বীকার করে রাশিয়া একের পর এক এলাকার দখল পেয়েছে।
‘অনেক মাস ধরে টুকরো টুকরো বিভিন্ন অংশে কেবল মাত্র থাকার জন্য অবস্থান ধরে রাখার কোনো মানে নেই,’ শুক্রবার টেলিভিশনে এমনটাই বলেন হাইদাই।
শহরটির ইউক্রেনীয় সেনারা ‘এরই মধ্যে নতুন জায়গায় যাওয়ার আদেশ পেয়ে গেছে’ বলেও জানিয়েছেন তিনি। তবে, সেনারা এরই মধ্যে ওই আদেশ পালন করেছে কি না কিংবা তারা কোথায় যাচ্ছে, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি গভর্নর।
সেভেরোদোনেৎস্কের দখল পাওয়া রাশিয়ার জন্যও বেশ বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচিত হবে। এটি ছিল ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা লুহানস্ক অঞ্চলের সর্বশেষ গুরুত্বপূর্ণ দুটি শহরের একটি। সেভেরোদোনেৎস্কের পতন হলে, বাকি থাকবে কেবল লিসিচ্যাংস্ক।
রাশিয়া ও তাদের সমর্থনপুষ্ট পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম লক্ষ্য হচ্ছে দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। যে দুটি প্রদেশ নিয়ে গঠিত, লুহানস্ক তার একটি।