সোলেইমানির মৃত্যুতে ব্রিটেন শোকাহত না : বরিস জনসন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ইরানের জেনারেল কাসেম সোলেইমানির মৃত্যুতে যুক্তরাজ্য শোকাহত নয়। তবে ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত না করে সংযত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
বরিস জনসন বলেছেন, ‘এ (মধ্যপ্রাচ্য) অঞ্চলের জন্য হুমকি ছিলেন ইরানের জেনারেল কাসেম সোলেইমানি। মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক ও অস্থিতিশীল আচরণের জন্য তিনিই দায়ী ছিলেন। সুতরাং সোলেইমানি নিহত হওয়ায় আমরা শোকাহত নই।’
বরিস আরো বলেন, ‘সোলেইমানির নেতৃত্বে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তাতে হাজারো নিরাপরাধ মানুষ ও পশ্চিমাদের মৃত্যুর দিকে ধাবিত করেছে। তাঁর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করবো না।’
তবে সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন বরিস জনসন। সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক খবরে এসব তথ্য জানিয়েছে।
বরিস জানান, শুক্রবার ভোরে কাসেম সোলেইমানি মার্কিন গুপ্তহত্যার শিকার হওয়ার পর রোববার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেছেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানোর জন্যই তিন বিশ্বনেতার সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন বরিস।