সৌদির গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন (ভিডিওসহ)
সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। গতকাল রোববার বিকেলে ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে এই ড্রোন ভূপাতিতের ঘটনা ঘটেছে।
হুতি আনসারুল্লাহ আন্দোলনের মিডিয়া ব্যুরো থেকে পাঠানো বিবৃতির বরাত দিয়ে ড্রোন ভূপাতিতের ঘটনা নিশ্চিত করেছে ইতালির দ্য এভিয়েশনিস্ট ওয়েবসাইট।
এভিয়েশনিস্ট ওই প্রতিবেদনে জানায়, চীনের তৈরি উইং লুং নামের উচ্চ ক্ষমতাসম্পন্ন এই ড্রোনটি মধ্যম উচ্চতা দিয়ে দীর্ঘ সময় যাবত উড়তে সক্ষম। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি ভূপাতিত করে।
উইং লুং-২০২০৭ ড্রোনটি ভূপাতিত করার একটি ভিডিও প্রকাশ করেছে হুতি বিদ্রোহীরা। ভিডিওতে দেখা যায় ড্রোনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে মাটিতে পড়ে আছে। আর ড্রোনটির চারপাশে হুতি যোদ্ধারা অবস্থান করে আছে।
তাছাড়া গত বৃহস্পতিবার আনসারুল্লাহ বাহিনী সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছিল। এতে ঘটনাস্থলেই হেলিকপ্টারটির দুই পাইলট প্রাণ হারান।