সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুতিদের
ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুতিরা। সংগঠনটির বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে আল-মাসিরা টিভি।
টেলিভিশনটির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) হুদায়দা প্রদেশের আল-জাবালিয়া নামক এলাকায় সৌদি ড্রোনটিকে ভূপাতিত করা হয়।
খবরে আরো বলা হয়েছে, হুতিদের বিমান প্রতিরক্ষা ইউনিট ক্ষেপণাস্ত্রের আঘাতে ড্রোনটি ভূপাতিত করে।
এ বিষয়ে হুতিদের দাবি, ‘আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। এটি আমাদের ওপর গোয়েন্দা তৎপরতা চালানোর কাজে ব্যবহার হচ্ছিল।’
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এর জেরে সৌদি জোট ও হুতিদের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে।
ইয়েমেনের হুতিরা নিয়মতিভাবে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান, হেলিকপ্টার ও ড্রোন ভূপাতিত করে চলেছে। এতে বেশ উদ্বেগে রয়েছে সৌদি আরব ও এর মিত্ররা।