সৌদি প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন
সৌদি প্রবাসীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।
গতকাল শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে মক্কার কাকিয়ার একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এ সংরক্ষিত নারী সংসদ সদস্য।
চট্টগ্রামের ফটিকছড়ির সংরক্ষিত এ নারী সংসদ সদস্য পবিত্র ওমরাহ পালনের জন্য বর্তমানে সৌদি আরবে রয়েছেন।
অনুষ্ঠানে শুরুতে কোরআন তিলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সাতকানিয়ার কেউছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু সালেহ, সাতকানিয়া ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিদুয়ানুল হক সুমন, চন্দনাইশ পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কায়সায় চৌধুরী, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিব উল্লাহ সওদাগর, মক্কা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম কুতুবী।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলাল পাটোয়ারী, মোহাম্মদ আবদুল মান্নান, হাজি মোহাম্মদ ইছাক, মোহাম্মদ নুরুল আলম, এসকান্দর হোসেন, জাহাঙ্গীর আলম, শফিক আহম্মেদ, ইয়াছিন, মহসিন রিয়াদ, খলিলুর রহমান, আশফাক হোসেন, কবির খান, আজগর আলী, হুমায়ন প্রমুখ।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে সৌদি আরবের বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী সমিতি, মক্কা আওয়ামী ফাউন্ডেশন ও মক্কা প্রবাসীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মক্কা-জেদ্দা ও তায়েফ থেকে আগত বিপুল আওয়ামী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।