স্কুলের অ্যাসেম্বলিতে চুপিচুপি চকলেট খাচ্ছে শিশু, ভিডিও ভাইরাল
সাতসকালে সময়মতো স্কুলে পৌঁছানো, যথারীতি অ্যাসেম্বলিতে যোগ দেওয়া, ফাঁকি দিতে চাইলে শিক্ষকের পিটুনি বা চোখ রাঙানো—এমন অনেক ঘটনার সঙ্গেই জড়িয়ে আছে বেশিরভাগের শৈশব। অ্যাসেম্বলি ফাঁকি দিতে শিশুদের তালবাহানা- অজুহাতের অভাব পড়েনি কোনোকালেই। তবে অ্যাসেম্বলিতে গিয়েও যে ফাঁকি দেওয়া যায়, তা এবার যেন হাতেমুখে দেখাল এক শিশু! শুনে ভড়কে গেলেন? তাহলে খুলে বলা যাক।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, ভারতের এক ছোট্ট বালক এখন অন্তর্জালের তারকায় পরিণত হয়েছে। তার মিষ্টি একটি ভিডিও ঝড় তুলেছে সর্বত্র। ওই ভিডিওতে দেখা যায়, নিয়মানুযায়ী বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের সঙ্গে অ্যাসেম্বলিতে অংশ নিতে দাঁড়িয়েছে ওই শিশু। দূর থেকে তাকে দেখলে যে কেউ অ্যাসেম্বলির প্রতি তার মনোযোগের প্রশংসা করতেই পারেন। তবে বেশ কাছ থেকে ধারণ করা ভিডিওটি হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। তাতে দেখা যায়, অ্যাসেম্বলিতে প্রার্থনার পাশাপাশি ফাঁক পেলেই হাতে থাকা চকলেট মুখে পুড়ছে ওই শিশু। এ সময় তার চোখ বন্ধ দেখা যায়। তবে চকলেটের দিকে মনযোগী হলেও প্রার্থনার সঙ্গে কণ্ঠ মেলাতে ভুল করেনি সে।
মিষ্টি ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন আইএএস কর্মকর্তা অবনীশ শরণ। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘যে কারো সঙ্গে মিলে যেতে পারে।’
শরণের কথামতো দুষ্টু-মিষ্টি ওই ছবির সঙ্গে অনেকেই হয়তো মিল খুঁজে পেয়েছেন। তাই তো মন্তব্যের ঘরে একের পর এক প্রতিক্রিয়া জানাচ্ছেন সবাই। একজন লিখেছেন, ‘এ নিয়ে মজা করবেন না। সে মেডিটেশন করছে।’ আরেক নেটিজেন লেখেন, ‘শৈশবের দুষ্টুমি।’ যদিও ভিডিওটি কোন জায়গার কিংবা কবে ধারণ করা হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তবে ওই ভিডিওটি শিশুটির শিক্ষকরা দেখেছেন কি না বা দেখলেও তাঁদের প্রতিক্রিয়া কী, তা জানা যায়নি এখনো। প্রকাশ্যে আসেনি ওই শিশুর অভিভাবকের প্রতিক্রিয়াও।