সড়ক দুর্ঘটনায় সুদানের দরদকণ্ঠি কারি শেখ নুরাইন নিহত
সুদানের বিখ্যাত কারি শেখ নুরাইন মুহাম্মদ সিদ্দিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় পবিত্র কোরআনের চারজন হাফেজ ছাত্রসহ গাড়িতে করে মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ ঘটনায় তাঁর তিন ছাত্রেরও মৃত্যু হয়েছে। অপর একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, সুদানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ওয়াদি হালফার ওমদুরমান শহর থেকে ১৮ কিলোমিটার দূরের একটি জায়গায় গাড়ি দুর্ঘটনার শিকার হন কারি শেখ নুরাইন মুহাম্মদ সিদ্দিক।
সুদানের ধর্মমন্ত্রী নাসরুদ্দিন মুফরিহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পাতায় এ খবর জানিয়েছেন। তিনি লেখেন, আলি ইয়াকুব, আবদুল্লাহ আল-করিম ও মুহান্নাদ আল-কিনানি নামের তিন ছাত্রও মারা গেছেন। অপরজন সৈয়দ বিন ওমর চিকিৎসাধীন।