২০ সৌদি নাগরিকসহ ৪৯ জন ব্রিটিশ নিষেধাজ্ঞার তালিকায়
মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষিদ্ধ তালিকায় যে ৪৯ জনের নাম রয়েছে, তাঁদের মধ্যে আছে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যায় জড়িত ২০ সৌদি নাগরিকের নাম। তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ছাড়াও যুক্তরাজ্যে তাঁদের ভ্রমণ নিষিদ্ধ ও সম্পদ জব্দ করা হবে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, তালিকায় থাকা কোনো ব্যক্তি যুক্তরাজ্যে কোনো সম্পদ কিনতে পারবেন না এবং ব্যাংকে অর্থ জমা রাখতে পারবেন না। যুক্তরাজ্য সরকারের নতুন নিষেধাজ্ঞা কর্মসূচির আওতায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রুশ আইনজীবী সের্গেই ম্যাগনেটস্কিকে হত্যায় জড়িত ২৫ রুশ নাগরিক রোহিঙ্গার ওপর নির্যাতনে দায়ী মিয়ানমারের শীর্ষ সামরিক কর্তা মিন অং হ্লাইংসহ উত্তর কোরিয়ার নাগরিকের নাম রয়েছে ওই তালিকায়।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম সাবেক উপদেষ্টা সৌদ আল কাহতানি, সৌদি গোয়েন্দা সংস্থার উপপ্রধান আহমেদ হাসান মোহাম্মদ আল আসিরির নাম রয়েছে তালিকায়। আসিরির নাম সৌদি আরবে খাসোগির বিচারের সময় অভিযুক্তদের তালিকা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
এ ছাড়া সৌদি ফরেনসিক বিশেষজ্ঞ সালা আল তুবাইগি, যিনি তুরস্কে সৌদি কনস্যুলেটে খাসোগি হত্যা মিশনে অংশ নেন, তালিকায় তাঁর নামও রয়েছে।