৭২ আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
নেপালের কাস্কি জেলার পোখারা এলাকায় ৬৮ জন যাত্রী ও চারজন ক্রুসহ ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এটিআর-৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিল।
ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা জানান, ক্রুসহ মোট ৭২ জন যাত্রী নিয়ে বিমানটি পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর ও পুরোনো বিমানবন্দরের মাঝামাঝি এলাকায় আজ রোববার (১৫ জানুয়ারি) সকালে বিধ্বস্ত হয়। খবর কাঠমান্ডু পোস্ট।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে বিমানটি বিধ্বস্তের স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠে আসতে দেখা যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানে একটি হেলিকপ্টার কাজ করছে।