রবিন হুডের জঙ্গলে মিলল মধ্যযুগের আংটি
মধ্যযুগের একটি আংটির সন্ধান পাওয়া গেছে। যুক্তরাজ্যের নটিংহামশায়ারের শেরউড জঙ্গলে ধাতু আবিষ্কারক যন্ত্রের সাহায্যে আবর্জনার মধ্যে মার্ক থম্পসন (৩৪) নামে অপেশাদার এক ব্যক্তি এটির সন্ধান পান। আংটিটি চতুর্দশ শতাব্দীর। হস্তনির্মিত আংটিটির মূল্য হতে পারে ৮৭ হাজার ডলার।
শেরউড জঙ্গল রবিন হুডের জঙ্গল হিসেবে পরিচিত। আনুষ্ঠানিকভাবে রত্ম হিসেবে চিহ্নিত করার জন্য বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে আংটিটির পরীক্ষা চলছে।
মাত্র ১৮ মাস আগে অনেকটা শখের বসেই মার্ক রত্ন সন্ধানে নামেন। শেরউড জঙ্গলে আবর্জনার স্তূপের মধ্যে মাত্র ২০ মিনিটেই ধাতু আবিষ্কারক যন্ত্রের সাহায্যে আংটিটি খুঁজে পান। বেলচা দিয়ে মাটি সরাতে দেখতে পান একটি সোনার আংটি জ্বলজ্বল করছে। এটি নীলকান্তমণি দিয়ে সুসজ্জিত। মার্ক নিলামকারীদের এটিকে ২৫ হাজার ডলার থেকে ৮৭ হাজার ডলারে বিক্রির পরামর্শ দিয়েছেন।
মার্ক বলেন, ‘আমি ধাতু আবিষ্কারক যন্ত্র নিয়ে একটি দলের সঙ্গে ওই স্থানে যাই। ২০ মিনিটের মধ্যে আমি সংকেত শুনতে পাই। যখন আমি সোনার তৈরি আংটিটি দেখতে পাই, তখন খুবই উত্তেজিত হয়ে পড়ি। কিন্তু ওই সময় আমি বুঝতে পারিনি, এটা কীভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।’