ফিলিস্তিনে ইসরায়েলের আরো ২৫০০ বাড়ি নির্মাণের তোড়জোড়

ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিতে না নিতেই ফিলিস্তিনে আরো দুই হাজার ৫০০ বাড়ি নির্মাণের তোড়জোড় শুরু করেছে ইসরায়েল। সর্বশেষ পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় সময় গত মঙ্গলবার দখল করা পশ্চিমতীরে নতুন এ বাড়িগুলো স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর এটি ইসরায়েলের নতুন বসতি স্থাপনের দ্বিতীয় ঘোষণা। এর আগে একই মন্ত্রণালয় গত সোমবার দখল করা পূর্ব জেরুজালেমে পাঁচ শতাধিক বসতি স্থাপনের অনুমোদন দিয়েছিল।
এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান বসতি স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। ক্রমবর্ধমান জনসংখ্যার বসতির চাহিদা মেটাতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন বাড়িগুলো এখনকার বসতির মধ্যেই স্থাপন করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।